ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মেসি-রোনালদো যুগ শেষেই লা লিগার পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
মেসি-রোনালদো যুগ শেষেই লা লিগার পতন মেসি-রোনালদো যুগ শেষে আধিপত্য হারাবে স্প্যানিশ ফুটবল/ছবি: সংগৃহীত

নিকট ভবিষ্যতে লিওনেল মেসি (২৯) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (৩২) বয়স বাড়ার বিপরীতে রঙ হারাবে লা লিগার পাওয়ার! ইউরোপে স্প্যানিশ ফুটবলের অাধিপত্যই বিলীন হয়ে যাবে বলে মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন।

গত তিন বছরই চ্যাম্পিয়নস লিগ (রিয়াল মাদ্রিদ দু’বার ও বার্সেলোনা একবার) ও ইউরোপা লিগ (সেভিয়া তিনবার) জেতে স্প্যানিশ ক্লাব। তিনটি দলই চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

সে যাই হোক, ফার্গুসনের বিশ্বাস অদূর ভবিষ্যতে অন্য কোনো দেশ শীর্ষ লেভেলে জায়গা করে নেবে। যিনি ম্যানইউতে ২৭ বছরের (২০১৩ সালে অবসর) কোচিং ক্যারিয়ারে দু’বার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ নেন।

ইএসপিএন’কে দেওয়া সাক্ষাৎকারে ফার্গুসন বলেন, ‘আমি মনে করি সাফল্য চক্রাকার। যদি আপনি ৯০’র দশকের কথা মনে করেন, এটা ছিল এসি মিলানের সময়। সত্তরে আয়াক্স, আশির দশকে বায়ার্ন মিউনিখ, ৯০-তে লিভারপুল, এসি মিলানের পর তিনটি টিমকে নিয়ে ছয় বছর আগে চমৎকার সময় পার করে ইংল্যান্ড। যেখানে সবাই সেমিফাইনাল খেলে। আমরা (ম্যানইউ) চার বছরের মধ্যে তিনবার ফাইনাল খেলেছি। ’

‘এখন স্পেনের অাধিপত্য। এখানে কোনো প্রশ্ন রাখার অবকাশ নেই। একই প্রশ্ন উঠতে পারে জার্মান টিমের ক্ষেত্রে। কেন বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ জিতছে না? কেন ইতালিয়ানরা এটা জেতে না? কেন ফ্রেঞ্চরা জয়ী হচ্ছে না? এবং কেন ইংলিশরা বিজয়ী হচ্ছে না?’-যোগ করেন ৭৫ বছর বয়সী ফার্গুসন।

এ ব্যাপারে অভিজ্ঞ ফার্গুসনের অভিমত, ‘আমি মনে করি এ মুহূর্তে জয়ের চক্রটা স্প্যানিশ টিমের সঙ্গে। তারাই সেরা এবং এ কারণেই তারা জিতেই চলেছে। কিন্তু, পরিবর্তন আসবে। আপনারা জানেন, রোনালদো ও মেসি এক সময় বয়স্ক খেলোয়াড়ে পরিণত হবে। তারা কী এ দু’জনের জায়গা পূরণ করতে পারবে? তাই আমার মতে, চক্রটাও পরিবর্তন হবে। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।