জানুয়ারি থেকে চলছে এই ঘোষণার খেলা। জানুয়ারি-ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাসের শেষ পর্বে এসেও ঘোষণা আসছে না।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাংলানিউজকে জানান, ‘কোচ নিয়ে এখনও কনক্রিট কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বাফুফে। এখনও আলোচনা চলছে। বিভিন্ন দেশি-বিদেশি কোচের সিভি নিয়ে আলোচনা চলছে। তবে দুই-এক দিনের মধ্যে আবারও মিটিং করে এ সিদ্ধান্ত নেয়া হবে। '
ফুটবলারদের নিয়ে বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্পেইনের পর শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টও শেষ হয়েছে। খেলোয়াড়দের বৈজ্ঞানিক তথ্য নেয়াও শেষ হয়েছে। প্রধান কোচ ছাড়াই চলছে বাফুফের পুরুষ ও নারী জাতীয় দলের যাবতীয় কার্যক্রম।
এপ্রিলের তৃতীয় সপ্তাহে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। তারপরেই সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশীপ। এত টুর্নামেন্ট থাকার পরেও নেই শুধু কোচ। কিন্তু, লাল-সবুজ ফুটবল দলের পরবর্তী অভিভাবক কে হচ্ছেন তা এখনও নির্ধারণ করেনি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
জাতীয় দলের কোচ নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। এ নিয়ে এখনও আলোচনা চলছে। দেশি কোচই প্রাধান্য পেতে পারে বলে গুঞ্জন চাউর হয়েছে বাফুফে পাড়ায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে কেউ কেউ বলছেন, বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি চাননা কোন বিদেশি কোচ আসুক। তাতে করে বাফুফেতে স্মলির হঠকারিতা কমে যাওয়ার আশঙ্কা আছে।
এদিকে অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশীপের মূল পর্বের ভেন্যু নির্ধারণ করেছে বাফুফে। সিলেট, রাজশাহী ও রাজধানী ঢাকাকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
জেএইচ/এমআরপি