সম্প্রতি মালাগার কোচ পদে নিয়োগ পেয়েছেন ৫৩ বছর বয়সী মিশেল। একদিন রিয়ালের দায়িত্ব কাঁধে নেওয়ার লক্ষ্যে চোখ রাখছেন তিনি।
এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে মিশেলের প্রতিক্রিয়া, ‘অবশ্যই আমি এ চাকরিটা নেব। সবাই তাই করবেন। আমি নিজেকে রিয়াল মাদ্রিদের যোগ্য কোচ হিসেবে দেখছি। ’
মিশেলের ফুটবলের হাতেখড়ি রিয়ালে। যুব একাডেমি থেকে ‘বি’ টিম থেকে মূল দলের হয়ে দীর্ঘ সময় (১৯৮২-৯৬) পার করেন। চারশ’র অধিক লিগ ম্যাচে গোল করেন ৯৭টি। অবসরের পর রায়ো ভায়োকানো দিয়ে কোচিং পেশায় নামেন।
রিয়ালের ‘বি’ দলের কোচও ছিলেন (২০০৬-০৭)। গেটাফে, সেভিয়া, অলিম্পিয়াকোস (গ্রীস), অলিম্পিক মার্শেই (ফ্রান্স) ঘুরে চলতি মাসেই মালাগার কোচ হয়ে স্প্যানিশ ফুটবলে ফেরেন মিশেল।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
এমআরএম