ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ফ্রান্সের জয়, ডাচদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
ফ্রান্সের জয়, ডাচদের হার ছবি:সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গ্রুপ ‘এ’তে লুক্সেমবার্গের বিপক্ষে অলিভার জিরুদের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। একই গ্রুপে আরেক শক্তিশালী দল নেদারল্যান্ডস ২-০ গোলে বুলগেরিয়ার বিপক্ষে হেরে অঘটনের শিকার হয়েছে।

রোববার রাতে লেতজেবার্গে অতিথি হিসেবে খেলতে যায় ফ্রেঞ্চরা। পরে ম্যাচের ২৮ ও ৭৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্সেনাল তারকা জিরুদ।

মাঝে খেলার ৩৭ মিনিটে দলের আরেক তারকা স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান অপর গোলটি করেন।  

লুক্সেমবার্গের হয়ে ৩৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আয়ুরেলিয়েন জোয়াহিম। তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ফ্রান্স। তবে হেরে যাওয়ায় নেদারল্যান্ডস আছে বিশ্বকাপ শঙ্কায়। সমান ম্যাচে মাত্র সাত পয়েন্ট চারে রয়েছে ডাচরা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।