ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সহজ জয় তুলে নিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
সহজ জয় তুলে নিল ইংল্যান্ড ছবি:সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিথুনিয়াকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। দলের হয়ে একটি করে গোল করেন জার্মেইন ডিফোয় ও জেমি ভার্ডি। আর এ জয়ের ফলে গ্রুপ ‘এফ’ এ শীর্ষেই রইল ইংলিশরা।

রোববার রাতে ঘরের মাঠ বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে দুর্বল লিথুনিয়াকে আতিথিয়েতা জানায় ইংল্যান্ড। তবে ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

ম্যাচের ২১ মিনিটে গোলের শুরুটা করেন স্ট্রাইকার ডিফোয়। রাহিম স্টারলিংয়ের অ্যাসিস্ট থেকে দলের হয়ে লিড নেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর ৬৬ মিনিটে জয় নিশ্চিত করেন ভার্ডি। তার গোলে সহায়তা করেন অ্যাডাম লালানা। পরে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ লিডার হিসেবে অবস্থান করছে ইংল্যান্ড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পঞ্চম অবস্থানে লিথুনিয়া।  

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।