ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

স্বপ্ন দেখেন সাম্পাওলি, যোগাযোগ করেনি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
স্বপ্ন দেখেন সাম্পাওলি, যোগাযোগ করেনি আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে একের পর এক ধাক্কা খেয়ে চলেছে আর্জেন্টিনা। নতুন কোচ এদগার্দো বাউজার চাকরি নিয়েও উঠেছে প্রশ্ন। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সেভিয়ার বর্তমান আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি।

তবে, ৫৭ বছর বয়সী সাম্পাওলি দাবি করছেন, এখনও পর্যন্ত আর্জেন্টিনার কোচ হওয়ার কোনো প্রস্তাব পাননি তিনি।

বলিভিয়ার কাছে বিশ্বকাপের বাছাইয়ে ২-০ ব্যবধানে হারের পর চাকরি হারানোর শঙ্কায় থাকতে হচ্ছে বাউজাকে।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাউজার অধীনে দক্ষিণ আমেরিকা অঞ্চলে এ মুহূর্তে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে।

চিলির প্রথম কোপা আমেরিকা জয়ী কোচ সাম্পাওলি গত বছর সেভিয়ার সঙ্গে দু’বছরের চুক্তি করেছেন। তার হাত ধরেই নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোপার শিরোপা জয়ের স্বাদ পায় চিলিয়ানরা। বেতন নিয়ে বনিবনা না হওয়ায় চিলি জাতীয় দল থেকে পদত্যাগ করে ইউরোপিয়ান ক্লাবে কোচিং করানোর চ্যালেঞ্জকে গ্রহণ করেন। পাশাপাশি আরও আগে থেকেই মেসি বাহিনীর কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন সাম্পাওলি।

সাম্পাওলি জানিয়েছেন, ‘নিজ দেশের কোচ হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু, এটা সেই মুহূর্ত নয়। এগুলো নিয়ে কথা বলা সবার জন্য অপ্রীতিকর। কেননা, সেখানে একজন ভালোমানের কোচ কাজ করছেন এবং আমি এ নিয়ে কারো সঙ্গে কথা বলিনি। আমার সঙ্গেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কোনো যোগাযোগ করা হয়নি। ’

চিলিকে কোপা আমেরিকার শিরোপা জেতানো এই আর্জেন্টাইন বর্ষসেরা কোচের চূড়ান্ত তালিকাতেও নিজের নাম লেখান। ফাইনালে জন্মভূমি আর্জেন্টিনাকে হারিয়ে চিলিকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি। এরপর তিনি জানিয়েছিলেন, ‘নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়াটা আমার স্বপ্ন। প্রতিটি আর্জেন্টাইন কোচের জন্য নিজ দেশের জাতীয় দলকে কোচিং করানোটা একটা স্বপ্নের মতো। একজন ফুটবলার যেমন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে, ঠিক তেমনি আমিও স্বপ্ন দেখি আর্জেন্টিনার কোচ হবার। ’

সাম্পাওলি আরও জানান, ‘এখন আপাতত সেভিয়ার দিকেই আমি পুরো মনোযোগ দিচ্ছি। আর্জেন্টিনার কোচের ইস্যুতে তারা আর্জেন্টিনায় বসে সমাধান করবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।