ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের জয়ের ম্যাচে গোল পাননি রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
রিয়ালের জয়ের ম্যাচে গোল পাননি রোনালদো ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগের ম্যাচে করিম বেনজেমা, ইসকোদের গোলে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। তবে ভালো খেলেও গোলশূন্য ছিলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে মাঝারিমানের দল আলাভেসকে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে প্রথম দিকে না পারলেও শেষ দিকে দ্রুত দুটি গোলে বড় জয়ই পায় দলটি।

গোলের শুরুটা অবশ্য ৩১ মিনিটে হয়। দানি কারবাহালের অ্যাসিস্ট থেকে রিয়ালের লিড এনে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার বেনজেমা। তবে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লা গ্যালাকটিকোরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে রিয়ালকে আরও ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। গোল করতে না পারলেও এদিন গোলে সহায়তা ঠিকই করেন ব্যালন ডি অর জয়ী তারকা রোনালদো। তার পাস থেকেই দলের দ্বিতীয় গোল করেন ইসকো। আর খেলার নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নাচো গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এ ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল রিয়াল। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। এক ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।