ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনাল-ম্যানসিটি ম্যাচে জয় পায়নি কেউই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আর্সেনাল-ম্যানসিটি ম্যাচে জয় পায়নি কেউই আর্সেনাল-ম্যানসিটি ম্যাচে জয় পায়নি কেউই/ছবি: সংগৃহীত

ঘরের মাঠে দু’বার পিছিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট বাঁচিয়েছে আর্সেনাল। চাপের মুখে থাকা কোচ আর্সেন ওয়েঙ্গারের অস্বস্তি বেড়েই চলছে! চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে শীর্ষ চারে থাকার দৌড়ে শঙ্কার মুখে গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচটির পাঁচ মিনিটেই ভিজিটরদের লিড এনে দেন উঠতি জার্মান উইঙ্গার লেরয় সেন। ৪০ মিনিটে আর্সেনালকে ম্যাচে ফেরান ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট।

দু’মিনিট বাদেই সার্জিও আগুয়েরোর গোলে আবারো লিড নেয় পেপ গার্দিওলার ম্যানসিটি।

...বিরতির পর ৫৩ মিনিটের মাথায় স্বাগতিকদের সমতায় ফেরান আরেক তরুণ জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি। নির্ধারিত সময়ের আগে দু’দলের আর কেউই জালের দেখা পাননি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিটিজেনরা। ৫১ পয়েন্টে ছয় নম্বরে এক ম্যাচ কম খেলা আর্সেনাল। দুই পয়েন্ট এগিয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড (২৮ ম্যাচ)। শীর্ষস্থানধারী চেলসির সংগ্রহ ২৯ ম্যাচে ৬৯। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট পিছিয়ে টটেনহাম। ৫৯ পয়েন্টে তিনে ৩০টি ম্যাচ খেলা লিভালপুল।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।