ওল্ড ট্রাফোর্ডে ২২ মিনিটেই ভিজিটরদের লিড এনে দেন ডিফেন্ডার ফিল জাগিয়েলকা। পুরো ম্যাচ জুড়ে সমতায় ফিরতে মরিয়া পগবা-ইব্রাহিমোভিচদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে।
ডি-বক্সে হ্যান্ডবল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটন ডিফেন্ডার অ্যাশলে উইলিয়ামস। দশজনের দলে পরিণত হয় তারা। স্পট কিক থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ম্যানইউ। তিন পয়েন্ট পিছিয়ে সাতে দুই ম্যাচ বেশি খেলা এভারটন। ২৮ ম্যাচে ৫১ পয়েন্টে ছয়ে আর্সেনাল। সাত পয়েন্টের ব্যবধানে শিরোপার পথে ছুটছে শীর্ষস্থানধারী চেলসি। সমান ২৯ ম্যাচে দুইয়ে টটেনহাম (৬২)। ৩০ ম্যাচে ৩০ পয়েন্টে তিনে লিভারপুল ও এক ম্যাচ হাতে রেখে এক পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এমআরএম