ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

গার্দিওলার পথে হাঁটছেন এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
গার্দিওলার পথে হাঁটছেন এনরিক লুইস এনরিক/ছবি: সংগৃহীত

পেপ গার্দিওলার দেখানো পথ অনুসরণ করছেন লুইস এনরিক! ন্যু ক্যাম্প ছাড়ার পর কোচিং পেশায় এক বছরের বিরতি নেবেন বার্সেলোনা কোচ। চলতি মৌসুম শেষেই বার্সা অধ্যায়ের ইতি টানবেন এ স্প্যানিয়ার্ড।

২০১২ সালে বার্সা ছাড়ার (২০০৮-১২) পর বায়ার্ন মিউনিখের (২০১৩-১৬) দায়িত্ব কাঁধে নেন গার্দিওলা। মাঝে পুরো এক বছর বিশ্রামে সময়টা উপভোগ করেন এনরিকের স্বদেশী বন্ধু।

বর্তমানে ম্যানসিটির ডাগআউটে ব্যস্ত সময় পার করছেন গার্দিওলা।

গুঞ্জন উঠছে, চাপের মুখে থাকা আর্সেনাল লিজেন্ড আর্সেন ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে প্রথম সারির তালিকায় আছেন এনরিক। কিন্তু, বার্সা কোচ সাফ জানিয়ে দিয়েছেন, নিজেকে নতুন করে তৈরি করার আগ পর্যন্ত অন্য কোনো চাকরি খুঁজবেন না।

এক সাক্ষাৎকারে এনরিক বলেন, ‘আমি বার্সেলোনা, আমার বাড়ি ছেড়ে যাচ্ছি, যেখানে ক্লাব ও খেলোয়াড়ের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক। এটা সম্পূর্ণরূপে ক্লান্তির জন্য। আমার বিশ্রাম প্রয়োজন। অন্য কোনো টিম নিয়ে চিন্তা করছি না। নিজেকে নতুন করে চাঙ্গা করতে এক বছর সময় লাগবে। এখন মৌসুমের শেষদিকে এসে আমাদের সকল লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। ’

২০১৪ সালে বার্সার কোচ হয়ে প্রথম মৌসুমেই সাফল্যের চূড়ায় ওঠেন এনরিক। তার অধীনে লা লিগা, কোপা দেল রের হ্যাটট্রিক শিরোপা ও চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধারে চোখ রাখছে স্প্যানিশ জায়ান্টরা।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।