বুধবার লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে খেলেই এই মাইলফলকে পৌঁছান ইনিয়েস্তা। যেখানে লিওনেল মেসির জোড়া গোল ও সুয়ারেজের একটি গোলে ৩-০ ব্যবধানে জয় পায় কাতালানরা।
চলতি মৌসুমে দলে আসা-যাওয়ার মধ্যে আছেন ইনিয়েস্তা। বয়স ৩২ হওয়াতে প্রায়ই ইনজুরিতে পড়তে হয় তাকে। তবে তার মাঠের পারফরম্যান্স আসছে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুফল বয়ে আনবে বলে মনে করেন এনরিক।
ইনিয়েস্তার প্রশংসা করে এনরিক বলেন, ‘তার খেলা দেখতে অসাধারণ লাগে। তার গতিবিধি, সে জানে কোথায় ফুটবলারদের পজিশন। সে একজন ফুটবল আর্টিস্ট, একজন জিনিয়াস। সে মাঝে মাঝে খারাপ খেলাকে ভালোর দিকে নিয়ে যায়। একজন শিল্পির মতো। বিশ্বের প্রতিটি শিশুর জন্য সে উদাহারণ। সব মানুষের জন্যই। কখনো বাজে ভঙ্গি করে না, কখনো খারাপ আচরণ না। ’
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
এমএমএস