সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭৩তম ম্যাচে এসে দুইশ’ গোলের ঘরে রিয়াল। গোলসংখ্যা ২০৩।
এর মধ্যে ৫৪ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কসরা। ১৪টিতে ড্র ও পাঁচ ম্যাচে হারের স্বাদ নেয়। লিগ শিরোপা পুনরুদ্ধারে (সবশেষ ২০১১-১২) চোখ রাখছে গ্যালাকটিকোরা। এক ম্যাচ হাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। ২৯ ম্যাচে ৭১। মোট ম্যাচ সংখ্যা ৩৮টি।
এদিকে, রিয়ালের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। শনিবার (৮ এপ্রিল) নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। চারদিন বাদেই বায়ার্ন মিউনিখের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ (বুধবার দিবাগত রাত পৌনে ১টা)।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৭
এমআরএম