দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান নড়নড়ে। পঞ্চম স্থানে নেমে গেছে আলবিসেলেস্তেরা।
কোচের পদ থেকে অপসারণ করার গুঞ্জন উঠলেও বাউজার ওপর এখনো আস্থা রাখছেন এএফএ’র নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া, ‘তিনিই (বাউজা) কোচ যার দায়িত্বে আজ ন্যাশনাল টিম। এখানে একটি চুক্তি রয়েছে। আমাদের কাজ চালিয়ে যেতে হবে, একে অপরকে জানতে হবে। ’
‘বাউজা খুবই ভালো। আমি সবার মতো ভাবতে পারি না। আমি এএফএ’র প্রেসিডেন্ট। এখানে একজন কোচ আছেন যিনি চুক্তির আওতাধীন। ’-যোগ করেন তাপিয়া।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ভেনেজুয়েলা ম্যাচের আগে জুনে অস্ট্রেলিয়ায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রসঙ্গত, সবার আগে রাশিয়া ওয়ার্ল্ডকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সেলেকাওরা।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৭
এমআরএম