লিগ শিরোপা পুনরুদ্ধারের (সবশেষ ২০১১-১২) মিশনে জয় ভিন্ন কিছু ভাবছে না জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
অ্যাতলেতিকোর বিপক্ষে রোনালদোর পারফরম্যান্স নজরকাড়া। এখন পর্যন্ত নগর প্রতিদ্বন্দ্বিদের জালে বল জড়িয়েছেন ১৮ বার। গত বছরের নভেম্বরে সবশেষ মুখোমুখি লড়াইয়ে হ্যাটট্রিক উল্লাসে মাতেন পর্তুগিজ আইকন।
কোপা দেল রের ২০১০-১১ মৌসুমে প্রথমবার অ্যাতলেতিকোর মুখোমুখি হন রোনালদো। এরপর থেকে লিগ ম্যাচে ১১ বার গোল উদযাপন করেন ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ড। কোপায় ৬টি ও চ্যাম্পিয়নস লিগে ১ বার সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান চারবারের ব্যালন ডি’অর জয়ী।
পয়েন্ট টেবিলে এক ম্যাচ হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রিয়াল। ২৯ ম্যাচে গ্যালাকটিকোদের সংগ্রহ ৭১। বার্সার সমান ৩০ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাতলেতিকো।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৭
এমআরএম