খেলা শুরুর ৩২ মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন বার্সারই সাবেক ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে মালাগা ডিফেন্ডার দিয়েগো লরেন্তেকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড (২৭ মিনিটে প্রথম) দেখে মাঠ ছাড়েন নেইমার।
৯০ মিনিটে কাতালানদের পয়েন্ট বাঁচানোর লক্ষ্যে জল ঢেলে দেন স্প্যানিশ মিডফিল্ডার জোনাথন রদ্রিগেজ মেনেন্দেজ। রেফারি শেষ বাঁশি বাজানোর পর একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন মেসি-ইনিয়েস্তা-সুয়ারেজরা।
বার্সা-মালাগা ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হাইভোল্টেজ মাদ্রিদ ডার্বি ১-১ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয়। ঘরের মাঠে পেপের হেডে এগিয়ে থেকেও পয়েন্ট হাতছাড়া করে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে অ্যাতলেতিকো মাদ্রিদকে সমতায় ফেরান অ্যান্তোনি গ্রিজম্যান।
পয়েন্ট টেবিলে এক ম্যাচ হাতে রেখে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে শিরোপা পুনরুদ্ধারের (সবশেষ ২০১১-১২) পথে ছুটছে রিয়াল। ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লুইস এনরিকের বার্সা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ছিল শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ। সমান ম্যাচে ৬২ পয়েন্টে তিনে অ্যাতলেতিকো।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৭
এমআরএম