ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের জয়ে স্বরূপে হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
জুভেন্টাসের জয়ে স্বরূপে হিগুয়েইন জুভেন্টাসের জয়ে স্বরূপে হিগুয়েইন/ছবি: সংগৃহীত

গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোল নৈপুণ্যে চিয়েভোকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস। দুর্দান্ত পারফরম্যান্সে টানা পাঁচটি লিগ ম্যাচে গোলখরা কাটিয়ে স্বরূপে ফেরেন আর্জেন্টাইন তারকা।

জুভেন্টাস স্টেডিয়ামে খেলা শুরুর ২৩ মিনিটে স্বদেশী পাওলো দিবালার পাসে দলকে লিড এনে দেন হিগুয়েইন। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

৮৩ মিনিট পর্যন্ত থাকে একই ব্যবধান।

ম্যাচের শেষদিকে ভিজিটরদের সমতায় ফেরার স্বপ্নে জল ঢেলে দেন হিগুয়েইনই। নির্ধারিত সময় শেষে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। মৌসুম শেষ হতে জুভিদের হাতে আর সাতটি ম্যাচ বাকি।

পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচ শেষে শীর্ষস্থানধারী জুভেন্টাসের সংগ্রহ ৭৭। সমান ম্যাচে ৩৮ পয়েন্টে ১১ নম্বরে চিয়েভো। ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রোমা। সমান ম্যাচে চার পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে হিগুয়েইনের সাবেক ক্লাব নাপোলি।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।