একই অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, শামীম আশরাফ চৌধুরী, চৌধুরী জাফর উল্লাহ সরাফাত ও ড. সাইদুর রহমানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
পাশাপাশি অনুষ্ঠানে উন্মোন করা হয়েছে কক্সবাজার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি।
রোববার (৯এপ্রিল) দুপুরে ধানমন্ডি রাইফেল স্কয়ারের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশবরেণ্য গুণী শিল্পী সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, ফাতিমাতুজ জহুরা, শাহীন সামাদ ও ফাহিম হোসেন চৌধুরীকেও সম্মাননা প্রদান করা হয়।
১৪তম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, ইমানুয়েল কনভেনশন সেন্টারের সিইও বেনজির আহমেদ ও মিশুক ওয়ারিয়র্স এর প্রেসিডেন্ট সম্পদ উদ্দিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ক্রীড়া ধারাভাষ্যকার কুমার কল্যান। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে জসীম এন্টারপ্রাইজ।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি