ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল-বায়ার্ন শিবিরে ইনজুরি উদ্বেগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
রিয়াল-বায়ার্ন শিবিরে ইনজুরি উদ্বেগ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে রিয়াল-বায়ার্ন শিবিরে ইনজুরি উদ্বেগ/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ! ঘরের মাঠে দলের নির্ভরযোগ্য সেন্টারব্যাক ম্যাটস হামেলসকে ছাড়াই মাঠে নামবে হবে বাভারিয়ানদের। অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ছিটকে গেছেন জার্মান ডিফেন্ডার।

বুধবার (১২ এপ্রিল) অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্প্যানিশ জায়ান্টদের আতিথ্য দেবে বায়ার্ন। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

ছয়দিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে একই সময়ে সেমি নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ।  আরও পড়ুন... রিয়ালের বিপক্ষে ফিট লেভানডফস্কি

ডান অ্যাঙ্কেলের লিগামেন্ট ইনজুরির কারণে রোববারের (৯ এপ্রিল) ট্রেনিং করতে পারেননি ২৮ বছর বয়সী হামেলস। বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকবে হবে। নিজের অফিসিয়াল টুইটার পেজে আক্ষেপই ঝরে তার কণ্ঠে, ‘অন্তত পরবর্তী সপ্তাহ পর্যন্ত খেলার বাইরে থাকাটা কষ্টদায়ক। ’

হামেলসের অনুপস্থিতিতে জেরম বোয়াটেং ও জাভি মার্টিনেজের দিকে দৃষ্টি রাখতে পারেন কোচ কার্লো অানচেলত্তি। দু’জনই বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচে খেলেছিলেন। ৪-১ গোলের জয় পায় বাভারিয়ানরা।

এদিকে, জিনেদিন জিদানের রিয়াল শিবিরেও ইনজুরি উদ্বেগ। অভিজ্ঞ সেন্টারব্যাক পেপে খেলতে পারছেন না। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া শনিবারের (৮ এপ্রিল) ডার্বি ম্যাচে পাঁজরে আঘাত পান পর্তুগিজ তারকা। ফ্রেঞ্চ উঠতি ডিফেন্ডার রাফায়েল ভারানও বুধবারের ম্যাচ মিস করবেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।