সুযোগটা আগে পাচ্ছেন মেসি। পরবর্তী ম্যাচে হ্যাটট্রিক করতে পারলেই রোনালদোর আগে অভিজাত ঘরে প্রবেশ নিশ্চিত।
রোনালদো ৯৮ ও মেসি ৯৭। ৯৬টি গোল নিয়ে মৌসুম শুরু করা রিয়াল মাদ্রিদ সুপারস্টার ছিলেন পরিষ্কার ফেভারিট। সে যাই হোক, চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে গোলস্কোরিংয়ে নিজের ছায়া হয়ে আছেন সিআর সেভেন। আট ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মাত্র দু’বার।
এক পর্যায়ে ১০ গোলে পিছিয়ে থাকা মেসি এখন রোনালদোকে ছুঁইছুঁই পজিশনে। এ দু’জনের আগে ইউরোপের টপ স্কোরারের রেকর্ডটি ছিল রাউল গঞ্জালেসের (৭৭) দখলে।
শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগে তাকালেও গোলের সেঞ্চুরির কাছাকাছি রোনালদো ও মেসি। যথাক্রমে ৯৬ ও ৯৪। এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক রিয়ালের পর্তুগিজ আইকন (১৭টি, ২০১৩-১৪)। গত পাঁচটি আসরেই ১০ বা তার বেশি গোল করেছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী।
এ মৌসুমের সর্বোচ্চ গোলস্কোরের তালিকায় শীর্ষে বার্সার প্রাণভোমরা। সাত ম্যাচে ১১ বার সতীর্থদের উদযাপনের মধ্যমনি হন মেসি। আর্জেন্টাইন ‘জাদুকরের’ গোলের সেরা রেকর্ড ১৫টি, অর্জন করেন ২০১১-১২ মৌসুমে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
এমআরএম