এর আগে ওয়ালটন গ্রুপ ভারতে অনুষ্ঠিত সাফে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং এর চেয়ারম্যান মিস মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘২১ তারিখ চীনে শুরু হবে এই টুর্নামেন্ট। আমরা ১৯ তারিখ রাতে রওয়ানা হব। অন্যান্যবারের মতো এবারও ওয়ালটন গ্রুপ আমাদের পাশে রয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে। ’ টুর্নামেন্টের বিষয়ে তিনি বলেন, ‘এটা জাপানে অনুষ্ঠিত ফেস্টিভালের মতো নয়। এটা হবে ৯০ মিনিটের ম্যাচ। চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে আমাদের মেয়েরা ৪টি ম্যাচ খেলবে। ’
ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিতভাবে কাজ করার চেষ্টা করছি। সম্পৃক্ত হচ্ছি। বিশেষ করে নারী ফুটবলের সঙ্গে। এর আগে আমরা সাফে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিলাম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে তাদের পৃষ্ঠপোষকতায় ছিলাম। তারই ধারাবাহিকতায় চীন সফরেও তাদের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এমআরপি