ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ক্রিস্টালের কাছে হার, চাপের মুখে ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ক্রিস্টালের কাছে হার, চাপের মুখে ওয়েঙ্গার ক্রিস্টালের কাছে হার, চাপের মুখে ওয়েঙ্গার/ছবি: সংগৃহীত

ক্রিস্টাল প্যালেসের মাঠে ধরাশায়ী আর্সেনাল। ৩-০ গোলে হারের লজ্জায় ডুবেছে গানাররা। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে জায়গা করে নেওয়ার দৌড়ে বড় এক ধাক্কাই খেল ইংলিশ জায়ান্টরা। দলের এমন পারফরম্যান্সে কোচ আর্সেন ওয়েঙ্গারের ওপর চাপ বেড়েই চলেছে!

খেলা শুরুর ১৭ মিনিটে ক্রিস্টালকে লিড এনে দেন মিডফিল্ডার আন্দ্রোস টাউনসেন্ড। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া ভিজিটররা উল্টো আরেকটি গোল হজম করে। ৬৩ মিনিটে স্বাগতিকদের হয়ে লিড দ্বিগুন করেন ফ্রেঞ্চ তারকা ইয়োহান কাবাই।

পাঁচ মিনিট বাদেই স্কোরলাইন ৩-০ করেন সার্বিয়ান মিডফিল্ডার লুকা মিলিভোজেভিক। পুরো ম্যাচ জুড়ে ওজিল-সানচেজদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। নির্ধারিত সময় শেষে একরাশ হতাশা সঙ্গী করে মাঠ ছাড়েন ওয়েঙ্গারের শিষ্যরা।

...পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর্সেনাল। তিন পয়েন্ট এগিয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪ পয়েন্টে ১৬ নম্বরে এক ম্যাচ বেশি খেলা ক্রিস্টাল। শীর্ষস্থানধারী চেলসির সংগ্রহ ৩১ ম্যাচে ৭৫। সমান ম্যাচে সাত পয়েন্ট পিছিয়ে টটেনহাম। তিনে লিভারপুল (৩২ ম্যাচে ৬৩)। ৩১ ম্যাচে ৬১ পয়েন্টে চারে ম্যানসিটি।

প্রসঙ্গত, শীর্ষ তিনটি দল সরাসরি চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হবে। চতুর্থ টিম প্লে-অফ চ্যালেঞ্জের মুখে পড়বে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।