খেলা শুরুর ১৭ মিনিটে ক্রিস্টালকে লিড এনে দেন মিডফিল্ডার আন্দ্রোস টাউনসেন্ড। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।
পাঁচ মিনিট বাদেই স্কোরলাইন ৩-০ করেন সার্বিয়ান মিডফিল্ডার লুকা মিলিভোজেভিক। পুরো ম্যাচ জুড়ে ওজিল-সানচেজদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। নির্ধারিত সময় শেষে একরাশ হতাশা সঙ্গী করে মাঠ ছাড়েন ওয়েঙ্গারের শিষ্যরা।
পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর্সেনাল। তিন পয়েন্ট এগিয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪ পয়েন্টে ১৬ নম্বরে এক ম্যাচ বেশি খেলা ক্রিস্টাল। শীর্ষস্থানধারী চেলসির সংগ্রহ ৩১ ম্যাচে ৭৫। সমান ম্যাচে সাত পয়েন্ট পিছিয়ে টটেনহাম। তিনে লিভারপুল (৩২ ম্যাচে ৬৩)। ৩১ ম্যাচে ৬১ পয়েন্টে চারে ম্যানসিটি।
প্রসঙ্গত, শীর্ষ তিনটি দল সরাসরি চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হবে। চতুর্থ টিম প্লে-অফ চ্যালেঞ্জের মুখে পড়বে।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এমআরএম