এ বিষয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং এর চেয়ারম্যান মিস মাহফুজা আক্তার কিরণ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ তারিখ চীনে শুরু হবে এই টুর্নামেন্ট। আর ১৯ তারিখ রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল চীনের উদ্দেশে রওয়ানা হবে। তবে এটা কোনো ফুটবল ফেস্টিভাল নয়। এখানকার প্রতিটি ম্যাচের ব্যপ্তি হবে ৯০ মিনিট। চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ৪টি ম্যাচ খেলবে।
উল্লেখ্য, এর আগে ওয়ালটন গ্রুপ ভারতে অনুষ্ঠিত সাফে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে। এবার চীন সফরেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৭
এমআরপি