মঙ্গলবার (১১ এপ্রিল) জার্মানিতে বরুশিয়া ডর্টমুন্ডের নিজেদের মাঠে যাবার প্রাক্কালে স্টেডিয়ামের ১০ কিলোমিটার দূরে এ বিস্ফোরণ ঘটে। মিনিট ১৫ পরেই নিজেদের মাঠে ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে নামার কথা ছিল ডর্টমুন্ড টিমের।
স্থানীয় পুলিশ জানিয়েছেন, বিস্ফোরণে বাসের জানালা ভেঙে যায়। একজন আহত হয়েছেন। এ বিষয়ে ডর্টমুন্ড টিমের পক্ষ থেকে জানানো হয়, আহত ২৬ বছর বয়সী মার্ক বারত্রাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্পেন জাতীয় দলের এ তারকা ডিফেন্ডার ২০১৬ সালে ৮০ লাখ ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে ডর্টমুন্ডে যোগ দেন।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএন/এইচএ/