ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বোমা বিস্ফোরণে স্প্যানিশ ফুটবলার মার্ক বারত্রা অাহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বোমা বিস্ফোরণে স্প্যানিশ ফুটবলার মার্ক বারত্রা অাহত বিস্ফোরণে আহত হয়েছেন স্প্যানিশ তারকা মার্ক বারত্রা। ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মান ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড টিমের বাসে তিনটি বিস্ফোরণের ঘটনায় স্প্যানিশ তারকা মার্ক বারত্রা আহত হয়েছেন। তার বাবাই বিশ্ব সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) জার্মানিতে বরুশিয়া ডর্টমুন্ডের নিজেদের মাঠে যাবার প্রাক্কালে স্টেডিয়ামের ১০ কিলোমিটার দূরে এ বিস্ফোরণ ঘটে। মিনিট ১৫ পরেই নিজেদের মাঠে ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে নামার কথা ছিল ডর্টমুন্ড টিমের।

স্থানীয় পুলিশ জানিয়েছেন, বিস্ফোরণে বাসের জানালা ভেঙে যায়। একজন আহত হয়েছেন। এ বিষয়ে ডর্টমুন্ড টিমের পক্ষ থেকে জানানো হয়, আহত ২৬ বছর বয়সী মার্ক বারত্রাকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

স্পেন জাতীয় দলের এ তারকা ডিফেন্ডার ২০১৬ সালে ৮০ লাখ ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে ডর্টমুন্ডে যোগ দেন।  

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।