হ্যাজার্ড-ইব্রাহিমোভিচের সঙ্গে মনোনীত তালিকায় জায়গা করে নিয়েছেন প্রিমিয়ার লিগের টপস্কোরার এভারটনের রোমেলু লুকাকু, টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন, আর্সেনাল ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ ও হ্যাজার্ডের ক্লাব সতীর্থ মিডফিল্ডার এন’গোলো কান্তে।
গত মৌসুমে ‘পিএফএ (প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন) প্লেয়ারস প্লেয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জেতেন লিগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির রিয়াদ মাহরেজ।
হতাশাজনক একটি মৌসুম শেষে (দশম স্থানে থেকে ২০১৫-১৬ মৌসুম শেষ করে চেলসি) নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন হ্যাজার্ড। চলতি মৌসুমে চেলসির সাফল্যে অবিচ্ছেদ্য অংশ তিনি। লিগ টেবিলে সাত পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে শিরোপার পথে ছুটছে ব্লুজরা (৩১ ম্যাচে ৭৫)। মৌসুম শেষ হতে তাদের হাতে সাতটি ম্যাচ বাকি। এখন পর্যন্ত ২৯টি লিগ ম্যাচে ১৪টি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট (গোলে সহায়তা) করেছেন হ্যাজার্ড।
গত বছরের জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমানোর পর থেকে ম্যানইউর আক্রমণভাগে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন ইব্রাহিমোভিচ। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এ সুইডিশ আইকন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২৮ বার।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমআরএম