চ্যাম্পিয়নস লিগে (কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ) বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করে চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দেন এ উদীয়মান ফরোয়ার্ড। জানা যায়, জুভিদের চুক্তি নবায়নের প্রস্তাবে একরকম রাজিই ছিলেন দিবালা।
সব ঠিক থাকলে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তুরিনে থাকছেন দিবালা। নতুন চুক্তি অনুযায়ী দিবালা ক্লাবটি থেকে প্রতি মৌসুমে ৭০ লাখ ইউরো পাবেন (৭ মিলিয়ন ইউরো)। এখন এক মৌসুমে এই ২৩ বছর বয়সী তারকা পাচ্ছেন ৩ মিলিয়ন ইউরো।
চুক্তি বাড়ানোর ঘোষণার পর পরই টুইট করে দিবালা জানান, ‘দীর্ঘ সময়ের জন্য একসঙ্গে, সবসময় এই জার্সিতে। ’
সিরি আ’তে দ্বির্তীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়ে যাচ্ছেন দিবালা। ক্লাব সতীর্থ স্বদেশী গঞ্জালো হিগুয়েইনের চেয়ে খানিকটা পিছিয়ে থাকবেন (৭.৫ মিলিয়ন ইউরো)। দিবালাকে দলে ভেড়াতে ইউরোপিয়ান অন্যান্য শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কারণেই উঠেপড়ে লাগে জুভিরা। যার মধ্যে অন্যতম বার্সা ও রিয়াল মাদ্রিদ। তাইতো বার্ষিক পারিশ্রমিকের অঙ্কটা দ্বিগুণের বেশি করতেও কার্পণ্য করেনি ইতালিয়ান জায়ান্টরা।
২০১৫ সালে পাঁচ বছরের চুক্তিতে পালের্মো ছেড়ে জুভেন্টাসে যোগ দেন দিবালা। দ্রুতই দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে ওঠেন। প্রথম মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে গোল করেন ২৩টি। এবার ৩৫ ম্যাচ শেষে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৬ বার।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমআরপি