শেষ আটের প্রথম লেগে বল দখল থেকে শুরু করে আক্রমণাত্মক ফুটবলে পরিষ্কার ফেভারিট ছিল ইংলিশ জায়ান্টরা। খেলা শুরুর ৩৬ মিনিটে রেড ডেভিলসদের লিড এনে দেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ এমখিতারিয়ান।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের সমতায় ফেরার চেষ্টার বিপরীতে ব্যবধান বাড়াতে মরিয়া ছিল ভিজিটররা। ন্যূনতম ব্যবধানে ম্যাচ যখন শেষের দিকে তখনই সমতায় ফেরে বেলজিয়ান ক্লাব আন্ডালেখট। নির্ধারিত সময়ের চার মিনিট আগে ম্যানইউর জালে বল পাঠান তরুণ মিডফিল্ডার লিন্ডার ডেন্ডোনকার। শেষ পর্যন্ত এগিয়ে থেকেও জয়বঞ্চিত হওয়ার হতাশায় ডোবেন পগবা-ইব্রাহিমোভিচরা।
অপর তিনটি ম্যাচে শালকেকে ২-০ গোলে আয়াক্স, জেঙ্ককে ৩-২ গোলে সেল্টা ভিগো ও বেসিকতাসের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় লিঁওন।
ওল্ড ট্রাফোর্ডে সেমি নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে ইউনাইটেড। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা পাঁচ মিনিটে খেলা শুরু হবে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১৭
এমআরএম