ইসকোর দারুণ নৈপুণ্যে পূর্ণ পয়েন্ট যোগ করেছে শীর্ষে থাকা জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর ৩১ ম্যাচ খেলা রিয়ালের পয়েন্ট বেড়ে দাঁড়ালো সর্বোচ্চ ৭৫।
চোটের কারণে ছিলেন না গ্যারেথ বেল। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ থাকায় রোনালদো আর করিম বেনজেমাকেও বিশ্রাম দিয়েছিলেন জিনেদিন জিদান। তারকা গোলরক্ষক কেইলর নাভাসকেও নামায়নি রিয়াল।
ম্যাচের ১৪ মিনিটের মাথায় ডি কপের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭ মিনিটের মাথায় সমতায় ফেরে রিয়াল। ইসকোর গোলে ম্যাচে ফেরে জিদান শিষ্যরা। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর খেলার ৫০ মিনিটের মাথায় মাইকেল ভেসগার গোলে আবারো লিড নেয় স্পোর্টিং গিজন। ৯ মিনিট পর ফের রিয়ালকে সমতায় ফেরায় আলভারো মোরাতা। ম্যাচের ৯০ মিনিটের মাথায় রিয়ালকে পয়েন্ট ভাগাভাগি থেকে রক্ষা করেন প্রথম গোলের মালিক ইসকো। ৩-২ ব্যবধানে ম্যাচ শেষ করে রিয়াল।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৭
এমআরপি