ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

হিগুয়েনের জোড়া গোল, শিরোপা কাছে জুভিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
হিগুয়েনের জোড়া গোল, শিরোপা কাছে জুভিরা ছবি:সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে পেসারার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেল জুভেন্টাস। আর এ জয়ের ফলে শিরোপা আরও কাছে পৌঁছে গেল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। তবে ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন পাওলো দিবালা।

এদিন প্রায় একক আধিপত্য দেখিয়েই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নস জুভিরা। ম্যাচের ২২ ও ৪৩ মিনিটে দুটি গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

কিন্তু ইনজুরিতে পড়েছেন আরেক আর্জেন্টাইন।

তার ইনজুরির ফলে বার্সার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শঙ্কায় পড়েছে। কেননা প্রথম লেগে তার জোড়া গোলেই কাতালানরা ৩-০ ব্যবধানে হারে।

সিরিআ লিগে ৩২ ম্যাচে ৮০ পয়েন্ট সংগ্রহ করেছে জুভিরা। দলটিকে আরও খেলতে হবে ছয়টি ম্যাচ। তবে দ্বিতীয়স্থানে থাকা রোমা সমান ম্যাচ খেলে ৭২ পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে শিরোপা খুবই নিকটে রয়েছে হিগুয়েনরা।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।