ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা জিতলো সব হারানো শাপেকোয়েনস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
শিরোপা জিতলো সব হারানো শাপেকোয়েনস ছবি:সংগৃহীত

সব হারিয়েও যে নিজেদের শক্ত অবস্থানে ফেরানো সম্ভব তা দেখিয়ে দিল শাপেকোয়েনস। রোববার সান্তা কাতারিনার প্রদেশিক চ্যাম্পিয়নসশিপে দ্বিতীয় পর্বের শিরোপা ঘরে তোলে দলটি। গত নভেম্বরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় শাপেকোয়নসের প্রায় পুরো দলই নিশ্চিহ্ন হয়ে যায়।

সেবার কলম্বোর মেদেলিনে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাচ্ছিল শাপেকোয়েনস। তবে দুর্ঘটনাতেই সব শেষ হয়ে যায়।

যদিও সম্মান দেখিয়ে ফাইনালের দল অ্যাতলেটিকো ন্যাসিওনাল তাদের সেই শিরোপা উপহার দেয়।

সেই ভয়াবভ দুর্ঘটনার ১৩৭ দিন কেটে গেছে। তবে চলে যান ক্লাবের প্রেসিডেন্ট সহ মোট ৭১জন। এর মধ্যে পুরো ফুটবল বিশ্ব থেকে নানা সাহায্য পেয়েছে তারা। নতুন করে সাজিয়েছে দল। নতুন সেই দল প্রাদেশিক চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল।  

তবে জয়েনভিলেকে ২-০ গোল হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে জিতল দ্বিতীয় পর্বের শিরোপা। চূড়ান্ত পর্বে প্রথম আভাইয়ের বিপক্ষে খেলবে তারা। চূড়ান্ত পর্বে মে দুই দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।