ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নের বিপক্ষে ছিটকে গেছেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বায়ার্নের বিপক্ষে ছিটকে গেছেন বেল বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে বেলকে (বামে) পাচ্ছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়াটার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচের আগে বড় এক দুঃসংবাদই পেল রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে ছিটকে গেছেন গ্যারেথ বেল। গত সপ্তাহে বায়ার্নের মাঠে ২-১ গোলে জেতা প্রথম লেগে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ওয়েলস তারকা।

আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল) সেমি নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

এদিকে, লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বেল খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে জোরালো সংশয়। বার্নাব্যুতে আগামী ২৩ এপ্রিল (রোববার) একই সময়ে ‘এল ক্লাসিকো’ ম্যাচ উপভোগ করবে ফুটবল বিশ্ব।

বায়ার্নের বিপক্ষে বেলের জায়গায় শুরুর একাদশে ইস্কো, অ্যাসেনসিও, লুকাজ ভাজকুয়েজ তিনজনের একজনকে বেছে নেবেন কোচ জিনেদিন জিদান। ইস্কোর সম্বাবনাই বেশি বলে শোনা যাচ্ছে। সবশেষ লিগ ম্যাচে (৩-২, স্পোর্টিং গিজনের মাঠে) জোড়া গোল করে ‘বিবিসি’ ত্রয়ী (বেল, বেনজেমা, রোনালদো) বিহীন রিয়ালকে অন্তিম মুহূর্তে জয় উপহার দেন এ স্প্যানিশ মিডফিল্ডার।

বাংলাদেশস সময়: ১৮০৮ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।