ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

উজ্জ্বলের দুই গোলে উজ্জ্বল যাত্রাবাড়ী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
উজ্জ্বলের দুই গোলে উজ্জ্বল যাত্রাবাড়ী উজ্জ্বলের দুই গোলে উজ্জ্বল যাত্রাবাড়ী/ছবি: সংগৃহীত

সাইফ পাওয়াটেক সিনিয়র বিভাগ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে যাত্রাবাড়ী ক্রীড়া সংঘ। দিনের দ্বিতীয় ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ের মধ্য দিয়ে। রোববার (১৬ এপ্রিল) লিগের ১৭তম দিন অতিবাহিত হলো।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলের ব্যবাধানে হারিয়ে জয় তুলে নেয় যাত্রাবাড়ী ক্রীড়া সংঘ।

দলের স্ট্রাইকার উজ্জ্বল করেছেন দুটি গোল। অন্যটি মাসুমের।

দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বাসাবো তরুণ সংঘের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) একই ভেন্যুতে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের বিপক্ষে খেলবে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ও মহাখালী একাদশের বিপক্ষে মাঠে নামবে সাধারণ বীমা ক্রীড়া সংঘ।

বাংলাদেস সময়: ১৯৫৩ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।