আগামী বুধবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে ইউরোপিয়ান আসরে শেষ আটের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সা। যেখানে তুরিনে প্রথম লেগে ৩-০ গোলে হেরে বেশ পিছিয়ে আছে কাতালানরা।
সে ম্যাচে পাওলো দিবালার জোড়া গোলে ব্যাকফুটে চলে যায় বার্সা। তবে একই আসরে শেষ ষোলোতে আরও বাজে অবস্থা থেকে নিজেদের ফিরিয়েছেন মেসি, সুয়ারেজ, নেইমাররা। প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে প্রথম লেগে ৪-০তে হারার পর দ্বিতীয় লেগে রেকর্ড গড়ে ৬-১ ব্যবধানে জয় পায় ইনিয়েস্তারা।
তাই আসছে ম্যাচে আগের রাউন্ডের পুনরাবৃত্তি ঘটাতে প্রস্তুত ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার মতে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যদের দমাতে পারবে বার্সা।
নেইমার বলেন, ‘আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরা পারবো। আমরা যে কোনো সময়ই পিছিয়ে থাকতে পারি। তবে বার্সেলোনা সব সময় একই রকম। আমরা পারবো। যদি সবকিছু ঠিক থাকে, তবে আরও একটি সফল ‘কামব্যাক’ হবে। আমি আমার দলের প্রতি বিশ্বাসী। ’
তরুণ এ স্ট্রাইকার আরও বলেন, ‘আমরা সবকিছু হারিয়েছি। সুতরাং এ ম্যাচে আমাদের হারাবার কিছু নেই। জুভেন্টাস দুর্দান্ত একটা দল। অসাধারণ খেলে তারা। তাই ম্যাচটি বেশ কঠিন হতে পারে। ’
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমএমএস