সাত মৌসুমের নাপোলি ক্যারিয়ারে (১৯৮৪-৯১) সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫৯ ম্যাচে ১১৫টি গোল করেন ম্যারডোনা। দীর্ঘ সময় ধরে তার রেকর্ডটি কেউই ভাঙতে পারেননি।
কিন্তু, এ মৌসুমে নাপোলি ছেড়ে জুভেন্টাসে যোগ দেন হিগুয়েইন। তার আগে ৯১টি গোল করে গেছেন। তাই ইতিহাসের পাতায় নাম লেখানোর হাতছানি কেবল ২৯ বছর বয়সী হামসিকের সামনে।
হামসিক ছাড়া বর্তমানে এ ক্লাবে খেলছেন এমন কেউই সেরা দশে নেই। এখন পর্যন্ত ১১২ বার (৪৪৫ ম্যাচ) প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি। এ তালিকায় তৃতীয় স্থানে প্রয়াত ইতালিয়ান স্ট্রাইকার আতিলিয়া সালাস্ত্রো (১০৮)। চার গোল পিছিয়ে চতুর্থ স্থানে এডিনসন কাভানি। পিএসজিতে যোগ দেওয়ার আগে নাপোলিতে তিন মৌসুম (২০১০-১৩) খেলেছিলেন উরুগুইয়ান তারকা।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমআরএম