ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের মাঠে লেভানডফস্কি শঙ্কায় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
রিয়ালের মাঠে লেভানডফস্কি শঙ্কায় বায়ার্ন রিয়ালের মাঠে লেভানডফস্কি (ডানে) শঙ্কায় বায়ার্ন/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাঁচামরার ম্যাচে দলের সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির খেলা নিয়ে অনিশ্চয়তায় বায়ার্ন মিউনিখ। কাঁধের ইনজুরিতে ভোগা পোলিশ তারকা সবশেষ দু’টি ম্যাচ মিস করেন।

বায়ার্নের জন্য স্বস্তির খবর, রোববার (১৬ এপ্রিল) দলের অনুশীলনে ফেরেন লেভানডফস্কি। কিন্তু, তার ম্যাচ খেলার মতো ফিটনেস নিয়ে উদ্বিগ্ন বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

শেষ পর্যন্ত রিয়ালের মাঠে নামা হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে কঠিন চ্যালেঞ্জের মুখে জার্মান জায়ান্টরা। মঙ্গলবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত শেষ আটের প্রথম লেগে ২-১ গোলে হারের হতাশায় ডোবে লেভানডফস্কি বিহীন বায়ার্ন। গত ৮ এপ্রিল বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচটিতে ইনজুরি আক্রান্ত হন জোড়া গোলদাতা লেভানডফস্কি। এরপর থেকেই তিনি খেলার বাইরে।

সবশেষ বায়ার্ন লেভারকুসেনের বিপক্ষে শনিবারের (১৫ এপ্রিল) লিগ ম্যাচেও দর্শক ভূমিকায় থাকেন ২৮ বছর বয়সী লেভানডফস্কি। তার অনুপস্থিতি ভালোই টের পায় বাভারিয়ানরা। পুরো ম্যাচ জুড়ে থমাস মুলারদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। গোলশূন্য ড্রয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে। বোঝাই যাচ্ছে, বায়ার্ন শিবিরে অপূরণীয় লেভানডফস্কি!

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।