বায়ার্নের জন্য স্বস্তির খবর, রোববার (১৬ এপ্রিল) দলের অনুশীলনে ফেরেন লেভানডফস্কি। কিন্তু, তার ম্যাচ খেলার মতো ফিটনেস নিয়ে উদ্বিগ্ন বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে কঠিন চ্যালেঞ্জের মুখে জার্মান জায়ান্টরা। মঙ্গলবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত শেষ আটের প্রথম লেগে ২-১ গোলে হারের হতাশায় ডোবে লেভানডফস্কি বিহীন বায়ার্ন। গত ৮ এপ্রিল বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচটিতে ইনজুরি আক্রান্ত হন জোড়া গোলদাতা লেভানডফস্কি। এরপর থেকেই তিনি খেলার বাইরে।
সবশেষ বায়ার্ন লেভারকুসেনের বিপক্ষে শনিবারের (১৫ এপ্রিল) লিগ ম্যাচেও দর্শক ভূমিকায় থাকেন ২৮ বছর বয়সী লেভানডফস্কি। তার অনুপস্থিতি ভালোই টের পায় বাভারিয়ানরা। পুরো ম্যাচ জুড়ে থমাস মুলারদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। গোলশূন্য ড্রয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে। বোঝাই যাচ্ছে, বায়ার্ন শিবিরে অপূরণীয় লেভানডফস্কি!
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমআরএম