ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জুভেন্টাস ম্যাচে বার্সার প্রেরণা ন্যু ক্যাম্প

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জুভেন্টাস ম্যাচে বার্সার প্রেরণা ন্যু ক্যাম্প জুভেন্টাসের বিপক্ষে বাঁচামরার ম্যাচের আগে বার্সার অনুপ্রেরণা ন্যু ক্যাম্পে দুর্দান্ত পারফরম্যান্স/ছবি: সংগৃহীত

জুভেন্টাসের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ের আগে হোম ম্যাচের দুর্দান্ত সব পারফরম্যান্স থেকেই অনুপ্রেরণা নিতে পারে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ন্যু ক্যাম্পে এক কথায় অপ্রতিরোধ্য লুইস এনরিকের শিষ্যরা!

সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে অন্তত ৪-০ গোলে। নির্ধারিত সময়ে ৩-০ তে এগিয়ে থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।

জুভিদের মাঠে অনুষ্ঠিত শেষ আটের প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে কঠিন চ্যালেঞ্জের মুখে বার্সা। আগামী বুধবার (১৯ এপ্রিল) ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচ। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

পরিসংখ্যান বলছে, ঘরের মাটিতে জুভেন্টাস বাধা অতিক্রমে আশাবাদী হতেই পারে কাতালানরা। পিএসজির পর আরেকটি মহাকাব্যিক প্রত্যাবর্তনের জন্ম হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

হোম ভেন্যুতে এখন পর্যন্ত ২১টি গোলের বিপরীতে একটি হজম করেছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচপ্রতি গোলের গড় ৫.২৫! এই ধারা অব্যাহত রাখতে পারলে কাতালানদের জন্য আরেকটি স্মরণীয় রাত অপেক্ষা করছে!

নকআউট পর্বে (শেষ ষোলো) প্যারিসে গিয়ে ৪-০ ব্যবধানে হেরেও অভাবনীয় প্রত্যাবর্তনে রূপকথার জন্ম দেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ন্যু ক্যাম্পে ৬-১ গোলের (৬-৫ অ্যাগ্রিগেট) অবিশ্বাস্য জয়ে অনন্য ইতিহাস গড়ে টিম বার্সা।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে নিজেদের সমর্থকদের সামনে সেল্টিককে ৭-০ গোলে, ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলে ও বুরুশিয়া মনশেনগ্লাডবাখকে একই ব্যবধানে হারিয়েছে কাতালানরা।

সবকিছুকে ছাপিয়ে যায় পিএসজির বিপক্ষে মহাকাব্যিক প্রত্যাবর্তন। এটিই আত্মবিশ্বাসের পারদে যোগ করছে বাড়তি মাত্রা। জুভেন্টাসের বিপক্ষে গোল উৎসবের পুনরাবৃত্তি করতে পারবে তো বার্সা?

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।