আসন্ন এই লিগে অংশ নিতে যাচ্ছে ৭২টি ক্লাব। যার মধ্যে ঢাকার বাইরের ক্লাব ২৪টি এবং ঢাকা মেট্রোপলিটনের ক্লাব ৪৮টি।
এই লিগের টাইটেল স্পন্সর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়া কো-স্পন্সর নেওয়া হবে। লিগের নামকরণ করা হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবল লিগ-২০১৭।
ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই লিগের ম্যাচগুলো। সবগুলো ভেন্যুই ঢাকা শহরের ভেতরের। এই লিগে অংশ নিতে ইতোমধ্যে ২ হাজার ২৫০ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। প্রথম পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে লিগ পদ্ধতিতে। এরপর ২০টি দলকে নিয়ে হবে ফাইনাল রাউন্ড। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। শীর্ষ চারটি দল তৃতীয় বিভাগে উন্নীত হবে। ১০টি দল রেলিগেশন প্রাপ্ত হবে।
এই লিগ থেকে ৭০ জন তরুণকে (অনূর্ধ্ব-১৬) বাছাই করবে লিগ কমিটি। পরে তাদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। সেখান থেকে ৩০ জনকে চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্পে ডাকা হবে।
এ লিগকে সামনে রেখে ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সেগুলো হলো-ডিসিপ্লিনারি কমিটি, ল এন্ড অর্ডার কমিটি, আপিল কমিটি, ওপেনিং ও ক্লোজিং কমিটি এবং সিলেকশন কমিটি।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি