ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

১০০ মিলিয়নের প্রস্তাবেও ওজিলের 'না'

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
১০০ মিলিয়নের প্রস্তাবেও ওজিলের 'না' ১০০ মিলিয়নের প্রস্তাবেও ওজিলের না-ছবি:সংগৃহীত

ফুটবল বিশ্বে পরিশ্রমি খেলোয়াড় হিসেবে পরিচিত মেসুত ওজিল। যেখানেই খেলেন নিজেকে উজাড় করে দেন। তার শক্তিমত্তা ও কৌশল নিয়ে কারও প্রশ্ন নেই। আর আর্সেনালের তারকা এ মিডফিল্ডারকে ১০০ মিলিয়ন পাউন্ডের বিশাল প্রস্তাব দিয়েছিল চাইনিজ একটি ক্লাব। সরাসরি নাকচ করে দেন জার্মান জাতীয় দলের এ ফুটবলার।

এই প্রস্তাবে ওজিলকে উপদেশ দেন ফ্র্যান্সের সাবেক ফুটবলার রবার্ট পিরেস। কিন্তু, এ প্রসঙ্গে ওজিল বলেন, ‘গত গ্রীষ্মে আমি চীন থেকে প্রস্তাবটি পাই।

আমি আসলে পিরেসের কোনো উপদেশ চাইনি। কারণ প্রস্তাবটি ছিল হাস্যকর। ’

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা আরও বলেন, ‘এই প্রস্তাবটি ফেরাতে আমার মাত্র তিন মিনিট সময় লেগেছে। আমার এজেন্ট এরকুট ভেবেছিলো আমি প্রস্তাবে সম্মতি দেব। তবে তাকে আমি জানাই, আর্সেনালের হয়ে এখনও আমি শিরোপা জিততে চাই। চায়নায় আমি যেতে চাই না, বিনিময়ে তারা যতই অর্থ ঢালুক না কেন। ’

২০১৩ সালে রিয়াল ছেড়ে আর্সেনালে যোগ দেন ওজিল। আর এখন পর্যন্ত গানারদের হয়ে ১৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে গোল করেছেন ৩০টি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।