ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাস ম্যাচে অনিশ্চিত মাশ্চেরানো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জুভেন্টাস ম্যাচে অনিশ্চিত মাশ্চেরানো! জুভেন্টাস ম্যাচে মাশ্চেরানোর (বামে) খেলা নিয়ে সংশয়/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে বার্সেলোনার বাঁচামরার ম্যাচে হাভিয়ের মাশ্চেরানোর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পায়ের ইনজুরিতে দলের সবশেষ অনুশীলন সেশন মিস করেন আর্জেন্টাইন তারকা।

সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে অন্তত ৪-০ গোলে। নির্ধারিত সময়ে ৩-০ তে এগিয়ে থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।

জুভিদের মাঠে অনুষ্ঠিত শেষ আটের প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে কঠিন চ্যালেঞ্জের মুখে বার্সা।  জুভেন্টাস ম্যাচে বার্সার প্রেরণা ন্যু ক্যাম্প

ন্যু ক্যাম্পে আগামী বুধবার (১৯ এপ্রিল) ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচ। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

জানা যায়, পেশীর সমস্যায় ভুগছেন ৩২ বছর বয়সী মাশ্চেরানো। যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। জুভিদের বিপক্ষে ফিট থাকবেন কিনা তাও নিশ্চিত করেনি স্প্যানিশ জায়ান্টরা।

বলা বাহুল্য, সবশেষ লিগ ম্যাচে (১৬ এপ্রিল) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের বাইরে ছিলেন মাশ্চেরানো। লিওনেল মেসির জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয়ে জভেন্টাস ম্যাচের প্রস্তুতি সারে লুইস এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।