ফকিরেরপুল ইযংমেন্স ক্লাবটি সাংগঠিক ও আর্থিক অপরাগতা জানায়। পাশাপাশি আগামী বছরের পরবর্তী প্রিমিয়ার লিগে সরাসরি খেলতে আগ্রহ দেখিয়ে একটি চিঠি পাঠায় বাফুফেতে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বাফুফের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত কার্যনির্বাহী জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের জানান, 'ক্লাবটির অপরাগতার বিষয়টি নিয়ে জরুরি সভা হয়েছে। যেহেতু বাফুফের লাইসেন্সিং ক্যাটাগরিগুলো পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে, সেজন্য এবার প্রিমিয়ার লিগ খেলতে পারছে না। আগামী বছরের প্রিমিয়ার লিগেও সরাসরি খেলতে পারবে না। '
ফের চ্যাম্পিয়নশিপ খেলে বাফুফে লাইসেন্সিং প্রক্রিয়া পূরণ করে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করতে হবে বলে জানান এই সিনিয়র সহ-সভাপতি।
এছাড়া ক্লাবের ১১ জন খেলোয়াড়কে উন্মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। তারা দলবদলে অংশ নিতে পারবে। ১০টি দল নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) শুরু হচ্ছে মে মাস থেকে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি