ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রাশিয়ায় যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে রাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
রাশিয়ায় যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে রাব্বির বাম থেকে প্রথমে রাব্বি-ছবি: সংগৃহীত

কনফেডারেশনস কাপ অনূর্ধ্ব-১২ ফুটবল ফেস্টিভ্যালে খেলতে রাশিয়ায় যাওয়ার টিকিট পেলেন নারায়ণগঞ্জের খুদে খেলোয়াড় গোলাম রাব্বি। ট্রায়াল শেষে তিনজন থেকে রাব্বিকে বাছাই করেন বাফুফের বাছাই কমিটি।

সোমবার (১৭ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য দেন টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি।   

এ সংবাদে হতবিহ্বল রাব্বি জানালেন, ‘অনেক ভালো লাগছে।

আমার মন বলছিল আমি ট্রায়ালে টিকবো। আমি সবার কাছে দোয়া চাই। ’ রাব্বি নারায়ণগঞ্জের আলম চাঁদ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

আগামী ২৬ জুন থেকে ৩ জুলাই রাশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে এই খুদে ফুটবলারের সুযোগ মিলেছে। শর্ত পূরণ করেই চূড়ান্ত বাছাইয়ে টিকে গেলেন রাব্বি। শর্ত ছিল, ফুটবলারকে স্ট্রাইকার হতে হবে, ভালো ইংরেজি বলতে ও লিখতে জানতে হবে।

কাঙ্খিত স্ট্রাইকারকে বেছে নেওয়া উপলক্ষেই রোববার (১৬ এপ্রিল) বাফুফে ভবনের পাশে বসেছিল খুদে ফুটবলারদের মেলা। রাশিয়া যাওয়ার স্বপ্ন চোখে নিয়ে এসেছিল প্রায় ২০০ ফুটবলার। সেখান থেকে শেষে তিনজনকে বাছাই করা হয়।

তাদের মধ্যে ছিলেন ড্যানিয়েল করিম, গোলাম রাব্বি ও সামসুদ হাসান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।