সোমবার (১৭ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য দেন টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি।
এ সংবাদে হতবিহ্বল রাব্বি জানালেন, ‘অনেক ভালো লাগছে।
আগামী ২৬ জুন থেকে ৩ জুলাই রাশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে এই খুদে ফুটবলারের সুযোগ মিলেছে। শর্ত পূরণ করেই চূড়ান্ত বাছাইয়ে টিকে গেলেন রাব্বি। শর্ত ছিল, ফুটবলারকে স্ট্রাইকার হতে হবে, ভালো ইংরেজি বলতে ও লিখতে জানতে হবে।
কাঙ্খিত স্ট্রাইকারকে বেছে নেওয়া উপলক্ষেই রোববার (১৬ এপ্রিল) বাফুফে ভবনের পাশে বসেছিল খুদে ফুটবলারদের মেলা। রাশিয়া যাওয়ার স্বপ্ন চোখে নিয়ে এসেছিল প্রায় ২০০ ফুটবলার। সেখান থেকে শেষে তিনজনকে বাছাই করা হয়।
তাদের মধ্যে ছিলেন ড্যানিয়েল করিম, গোলাম রাব্বি ও সামসুদ হাসান।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি