ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনালের ৩ হাজার গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আর্সেনালের ৩ হাজার গোল ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক কীর্তি গড়ে ফেললো আর্সেনাল। বিশ্বের সবচেয়ে কঠিনতম এই লিগে দ্বিতীয় দল হিসেবে অ্যাওয়েতে ৩ হাজার গোলের মাইলফলক স্পর্শ করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। মিডলসবার্গের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে এমন স্বীকৃতি পায় আর্সেনাল।

সোমবার রাতে অবনমন অঞ্চলে থাকা মিডলসবার্গের মাঠ রিভারসাইড স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় আর্সেনাল। আর ম্যাচে অ্যালেক্সিস সানচেজের ৪২ মিনিটের গোলে ৩ হাজারতম গোল পূর্ণ করে গানাররা।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড এই কীর্তি গড়েছিলো।

এদিন দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে নেগ্রেদোর গোলে অবশ্য সমতায় ফেরে স্বাগতিক মিডলসবার্গ। তবে ৭১ মিনিটে মেসুত ওজিলের গোলে জয় নিশ্চিত হয় আর্সেনালের।

এ জয়ের ফলে শেষ চারের আশা এখনও বাঁচিয়ে রাখলো আর্সেনাল। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের ছয়ে রয়েছে ওয়েঙ্গার শিষ্যরা। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।