ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার প্রত্যাবর্তনে বিশ্বাসী ব্রাজিল গ্রেট জিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বার্সার প্রত্যাবর্তনে বিশ্বাসী ব্রাজিল গ্রেট জিকো বার্সার প্রত্যাবর্তনে বিশ্বাসী ব্রাজিল গ্রেট জিকো/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার আরেকটি প্রত্যাবর্তন দেখছেন ব্রাজিল কিংবদন্তি জিকো। তার বিশ্বাস, জুভেন্টাস বাধা অতিক্রম করে সেমিফাইনালে ওঠার যোগ্যতা রাখে কাতালানরা। ন্যু ক্যাম্পে জিকোর কথার প্রতিফলন হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

জুভিদের মাঠে অনুষ্ঠিত শেষ আটের প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে কঠিন চ্যালেঞ্জের মুখে বার্সা। সেমিতে উঠতে হলে  জিততে হবে অন্তত ৪-০ গোলে।

নির্ধারিত সময়ে ৩-০ তে এগিয়ে থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।

বুধবার (১৯ এপ্রিল) ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচ। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

পিএসজির বিপক্ষে মহাকাব্যিক প্রত্যাবর্তনই বার্সার বড় অনুপ্রেরণা। নকআউট পর্বে (শেষ ষোলো) প্যারিসে গিয়ে ৪-০ ব্যবধানে হেরেও অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে রূপকথার জন্ম দেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ন্যু ক্যাম্পে ৬-১ গোলের (৬-৫ অ্যাগ্রিগেট) অবিশ্বাস্য জয়ে ইতিহাস গড়ে টিম বার্সা।

তেমনই আরেকটি সম্ভাবনা দেখছেন জিকো, ‘বার্সার কোয়ালিটি খেলোয়াড় রয়েছে। আরেকটি প্রত্যাবর্তন বিশ্বাস করাই যায়। তাদের মেসি, নেইমার, সুয়ারেজ ও ইনিয়েস্তার মতো বিশ্বের চারজন সেরা খেলোয়াড় আছে। তাদের দিনে যেকোনো কিছুই হতে পারে। বার্সা একটি ভালো ফলাফল পেতে পারে। ’

জুভেন্টাসকেও পিছিয়ে রাখছেন না জিকো, ‘ঐতিহ্যগতভাবে পিএসজির চেয়ে জুভেন্টাস ভিন্ন ধরনের টিম। তারা খুবই ভালো দল এবং বড় ম্যাচে তারা অভ্যস্ত। ’

স্বদেশী সেনসেশন নেইমারের ভূয়সী প্রশংসা করতেও ভোলেননি জিকো, ‘বার্সার জার্সিতে যা করছে ব্রাজিলের হয়েও তাই। ন্যাশনাল টিমের জন্য নেইমার অপরিহার্য এবং আমরা এটি নিয়ে খুবই খুশি। আশা করি সে বিশ্বের সেরা খেলোয়াড় হবে। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।