বুধবার (১৯ এপ্রিল) ঘুরে দাঁড়ানোর পাহাড়সম চ্যালেঞ্জ নিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
হোম ভেন্যুতে রূপকথার জন্ম দেওয়া বার্সার বিপক্ষে কোনো নিশ্চয়তা নেই বলেই মনে করেন হিগুয়েইন। ঘরের মাঠে ইতিহাস গড়ে কোয়ার্টারে পা রাখে কাতালানরা। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি পিএসজির। নকআউট পর্বের (শেষ ষোলো) দ্বিতীয় লেগে অভাবনীয়ভাবে ৬-১ গোলের (৬-৫ অ্যাগ্রিগেট) জয় তুলে নেয় লুইস এনরিকের বার্সা।
এতেই যত ভয় হিগুয়েইনের, ‘আমি জানি না আমাদের ৩-০ লিড যথেষ্ট কি না। ন্যু ক্যাম্পে আমাদের লড়াই করতে হবে এবং প্রথম লেগে তুরিনে যেভাবে খেলেছি সেভাবেই পারফর্ম করতে হবে। বার্সেলোনা পিএসজির বিপক্ষে দেখিয়ে দিয়েছে যে তারা অলৌকিক কিছুর জন্ম দিতে সক্ষম। তাই আমাদের সতর্ক থাকার বিকল্প নেই। ’
‘তারা আমাদের ভোগাবে। যাই হোক, আমরা সুযোগ তৈরি করে গোলস্কোর করতে চোখ রাখছি এবং আমরা নিশ্চিত যে এটিই আমাদের পরবর্তী রাউন্ডে নিয়ে যাবে। ’-যোগ করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমআরএম