গত ৯ এপ্রিল মালাগার মাঠে ২-০ গোলে হারের ম্যাচটিতে লাল কার্ড দেখেন নেইমার। মাঠ ছাড়ার সময় ম্যাচ অফিশিয়ালকে ব্যঙ্গ করাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়! ম্যাচ অফিশিয়ালকে ব্যঙ্গ করার দায়ে ব্রাজিলিয়ান তারকার ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বার্সায় চার মৌসুমের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ডের নিষেধাজ্ঞার মুখে পড়েন নেইমার। তবে, ম্যাচ অফিশিয়ালকে ব্যঙ্গ করার অভিযোগের জেরেই বাড়তি আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ করা হয়।
নেইমার মিস করেছেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনা ম্যাচেও থাকতে পারবেন না। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ২৩ এপ্রিল (রোববার) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার হাইভোল্টেজ এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।
নেইমার প্রসঙ্গে ক্লাব সতীর্থ ক্রোয়েশিয়ান তারকা রেকিটিক জানান, ‘আমি মনে করি নেইমারের সঙ্গে আর কখনো এমনটি ঘটবে না। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। নিষেধাজ্ঞা কখনোই ভালো হতে পারে না। কিন্তু, দুর্ভাগ্যবশত এটা হয়ে গেছে। আমরা নেইমারের অবস্থা বুঝতে পারছি। ’
নেইমারকে ছাড়াও বার্সা দুর্দান্ত গতিতেই স্প্যানিশ লা লিগায় এগুবে জানিয়ে রেকিটিক বলেন, ‘এর আগেও আমরা নেইমারকে ছাড়া নেমেছি। আমরা প্রমাণ করেছি একজন তারকা না থাকলেও জিততে পারি। তবে, এটা অবশ্যই ভালো হতো যদি নেইমারের মতো তারকা দলে থাকে। কারণ, সে দুই কিংবা তিন বিশ্বসেরা ফুটবলারের একজন। ’
ক্রোয়েশিয়ান এই তারকা আরও যোগ করেন, ‘আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। আর আমরা বিশ্বের সেরা একটি শক্তিশালী দল। আমরা নেইমারকে দেখাতে চাই, সে যখন দলে থাকে না তখনও আমরা শক্তিশালী। আর এল ক্লাসিকোর ম্যাচটা নেইমারের জন্যই জিততে চাই। রিয়ালের মাঠে আমরা জয়ের জন্যই খেলতে নামবো। যা ঘটে গেছে সেগুলো পেছনে ফেলে এগুতে চাই। কারণ, আমাদের আত্মবিশ্বাস আছে আমরা পারবো। ’
লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচ খেলে সর্বোচ্চ ৭৫ পয়েন্ট অর্জন করেছে রোনালদো বাহিনী। এক ম্যাচ বেশি খেলে বার্সার সংগ্রহ ৭২, অবস্থান দুই নম্বরে। ৩২ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৬৫ পয়েন্ট দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদের।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমআরপি