ন্যু ক্যাম্পে জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচ গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়। তুরিনে অনুষ্ঠিত প্রথম লেগে ৩-০ গোলে হারের লজ্জায় ডুবেছিল বার্সা।
বার্সার সামনে আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে ‘এল ক্লাসিকো’ জিততে মরিয়া ইনিয়েস্তা। আগামী রোববার (২৩ এপ্রিল) বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
লা লিগায় ছন্দে ফেরার লক্ষ্য নিয়ে ইনিয়েস্তার ভাষ্য, ‘আমরা গোলের সামনে কার্যকরী ছিলাম না এবং এর মূল্য দিতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়াটা হতাশার। এখন লা লিগায় চোখ রাখছি। বার্নাব্যুতে জয়ের ওপর লিগ শিরোপা নির্ভর করছে এবং এটাই আমাদের লক্ষ্য। ’
পয়েন্ট টেবিলে এক ম্যাচ হাতে রেখে বার্সার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রিয়াল (৩১ ম্যাচে ৭৫)। তাই লিগ রেসে কাতালানদের জয় আবশ্যক! ঘরের মাঠে গ্যালাকটিকোরাও শিরোপার আরও কাছে যেতে দৃষ্টি রাখছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমআরএম