ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

গোল্ডকাপ টুর্নামেন্টে চট্টগ্রাম-চাঁদপুর যৌথ চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
গোল্ডকাপ টুর্নামেন্টে চট্টগ্রাম-চাঁদপুর যৌথ চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চট্টগ্রাম ও চাঁদপুর জেলা দল যৌথ চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তুমুল উত্তেজনাকর খেলায় আলো স্বল্পতার কারণে ম্যাচ শেষ না হলে যৌথভাবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

 

বিকেল ৪টা ২৪ মিনিটে খেলা শুরু হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ, পাল্টা-আক্রমণের মধ্যদিয়ে খেলায় প্রাধান্য বিস্তার করে। প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হয়। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটে চট্টগ্রাম জেলা দলের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইউসুফ চাঁদপুরের গোলরক্ষক কামালকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন।  

দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে চট্টগ্রামের ডি-বক্সের মধ্যে জটলা থেকে বল পেয়ে যায় চাঁদপুর জেলা দলের ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড় জহিরুল। তাতেও গোল করতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়ে টাইব্রেকারে গড়ায়। পরে সন্ধ্যা নেমে যাওয়ায় আলো স্বল্পতার কারণে ম্যাচটির নিষ্পত্তি হয়নি। ফলে, উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. দীপু মনি এমপি। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।