স্প্যানিশ ক্রীড়াদৈনিক ‘ডন ব্যালন’র দাবি, নেইমার ও তার বাবা বিভিন্ন বিষয়ে বার্সা পরিচালকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছেন। এ বছর প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে।
সূত্রমতে, নিয়মিত আলোচনার সময় খবর প্রকাশিত হয়, চলতি মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া এনরিকের জায়গায় তিতের নাম সুপারিশ করেন নেইমার। বার্সাও বোর্ডে পরামর্শটি উত্থাপন করে।
শুধু তাই নয়, ইতোমধ্যেই নাকি তিতের প্রতিনিধির কাছে খবর পাঠিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যাই হোক, প্রতিক্রিয়া এসেছে নেতিবাচক। শুধুমাত্র ২০১৮ বিশ্বকাপে চোখ রাখছেন সেলেকাও কোচ।
বলা বাহুল্য, তিতের অধীনে বাছাইপর্ব থেকে সবার আগে রাশিয়া ওয়ার্ল্ডকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় নেইমারের ব্রাজিল।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ২ মে, ২০১৭
এমআরএম