ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

শীর্ষ দশের সঙ্গে অপরিবর্তিত বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
শীর্ষ দশের সঙ্গে অপরিবর্তিত বাংলাদেশও অপরিবর্তিত বাংলাদেশও-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে অপরিবর্তিত রয়েছে শীর্ষ ১০ দল। শুধু শীর্ষ ১০-ই না, আগের তালিকার ২০ দলই নিজেদের অবস্থান ধরে রেখেছে। সেই সঙ্গে আগের ১৯৩তম অবস্থানে আছে বাংলাদেশও। যেখানে সেরা তিনটি জায়গায় আছে যথাক্রমে ব্রাজিল, আর্জেন্টিনা ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

এশিয়ান দেশগুলোর মধ্যে আগের ২৮ নম্বরে থেকে সবার ওপের রয়েছে ইরান। আর দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর মধ্যে প্রথমবারের মতো শীর্ষ ১০০ দলের মধ্যে প্রবেশ করেছে প্রতিবেশী দেশ ভারত (১০০)।

আর ২০১ নম্বরে থেকে সবচেয়ে বাজে পাকিস্তান।

শ্রীলঙ্কার অবস্থান বাংলাদেশের পাশেই (১৯৭)। নেপাল রয়েছে ১৭৩তম স্থানে। আর ভুটানের অবস্থান ১৬৪। বাংলাদেশের এ সময় মোট পয়েন্ট ৬০ (৬০.৪৮)।

নিচে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ ১০ দল ও মোট পয়েন্ট দেওয়া হলো:
১. ব্রাজিল (১৬৭২), ২. আর্জেন্টিনা (১৬০৩), ৩. জার্মানি (১৪৬৪), ৪. চিলি (১৪১১), ৫. কলম্বিয়া (১৩৪৮), ৬. ফ্রান্স (১২৯৪), ৭. বেলজিয়াম (১২৮১), ৮. পর্তুগাল (১২৫৯), ৯. সুইজারল্যান্ড (১২১২) ও ১০. স্পেন (১২০৪)।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।