বৃহস্পতিবার (০৪ মে) বাফুফের কনফারেন্স কক্ষে লিগের শিডিউল ও দলের নাম প্রকাশ করেছে পাইওনিয়ার কমিটি।
আসন্ন এই লিগে অংশ নিতে যাচ্ছে ৭২টি ক্লাব।
ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই লিগের ম্যাচগুলো। সবগুলো ভেন্যুই ঢাকা শহরের ভেতরের। এই লিগে অংশ নিতে ইতোমধ্যে ২ হাজার ২৫০ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। প্রথম পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে লিগ পদ্ধতিতে। এরপর ২০টি দলকে নিয়ে হবে ফাইনাল রাউন্ড। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। শীর্ষ চারটি দল তৃতীয় বিভাগে উন্নীত হবে। ১০টি দল রেলিগেশন প্রাপ্ত হবে।
এই লিগ থেকে ৭০ জন তরুণকে (অনূর্ধ্ব-১৬) বাছাই করবে লিগ কমিটি। পরে তাদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। সেখান থেকে ৩০ জনকে চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্পে ডাকা হবে।
এ লিগকে সামনে রেখে ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সেগুলো হলো- ডিসিপ্লিনারি কমিটি, ল এন্ড অর্ডার কমিটি, আপিল কমিটি, ওপেনিং ও ক্লোজিং কমিটি এবং সিলেকশন কমিটি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান শওকত আলী খান জাহাঙ্গীর। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ, পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির সদস্য হাজী নজরুল ইসলামসহ ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধি, পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির সমম্বয়কারী আরিফুল হক চৌধুরী লিয়ন এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ০৫ মে ২০১৭
জেএইচ/এমআরপি