ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, মে ৫, ২০১৭
নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করলেন মেসি আপিল করলেন মেসি-ছবি:সংগৃহীত

সহকারী রেফারির সঙ্গে খারাপ আচরণ করে বিশ্বকাপের বাছাই পর্বের চার ম্যাচে নিষেধাজ্ঞা পেতে হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। তবে সেই নির্বাসন তুলতে বৃহস্পতিবার আবেদন জানালেন মেসি। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ উরুগুয়েতে ৩১ আগস্ট। মেসি ইতিমধ্যেই এক ম্যাচের নির্বাসন কাটিয়ে ফেলেছেন।

গত ২৩ মার্চ চিলির বিরুদ্ধে ০-১ গোলে জয়ের ম্যাচে লাইন্সম্যানকে কটুক্তি করেছিলেন মেসি। ফিফার আগের নিয়ম ছিল এক ম্যাচ নির্বাসনের।

পরে সেই নিয়ম পরিবর্তন হয়ে হয় চার ম্যাচের।

এদিকে নিজে উপস্থিত থেকে মেসি তার বক্তব্য তুলে ধরবেন এমনটাই প্রত্যাশিত ছিল। কিন্তু সশরীরে থাকার পরিবর্তে তিনি ভিডিও কলের মাধ্যমে আপিলের কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।

ব্যক্তিগত কারণে যেতে পারছেন না মেসি। যদিও নিজের স্টেটমেন্ট তৈরি করেছেন যেটি এএফএ’র আইনি উপদেষ্টা আন্দ্রেস প্যাটন উরিচ ও স্প্যানিশ আইনজীবি হুয়ান ডি দিওস ক্রেসপোর কাছে দেওয়া হয়েছে।

মেসির নিষেধাজ্ঞা দুই ম্যাচে কমিয়ে আনার ব্যাপারে আশাবাদী এএফএ। সেক্ষেত্রে উরুগুয়ের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন। ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে হোম ম্যাচে খেলতে পারবেন। যদি চার ম্যাচের নিষেধাজ্ঞাই বলবৎ থাকে ফিরবেন অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে। এটিই বিশ্বকাপ বাছাইয়ে আলবিসেলেস্তেদের শেষ ম্যাচ।

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ার হুমকিতে রয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর মাত্র চারটি করে ম্যাচ বাকি। শীর্ষ চারটি দল সরাসরি জায়গা করে নেবে ২০১৮ রাশিয়া ওয়ার্ল্ডকাপে। সবার আগে চূড়ান্ত পর্বে উঠে গেছে ব্রাজিল। পঞ্চম স্থানে থাকা দলকে প্লে-অফের বাধা পার হতে হবে। পাঁচ নম্বরেই অবস্থান করছে মেসির আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।